শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ৩ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  ১৯ মে ২০২৪, ১৯:১৬

বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছেন। 

রোববার (১৯ মে) সকালে রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী ডেবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীসহ স্থানীয় একাধিক সূত্র জানায়, রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী ডেবাছড়া এলাকার কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। থেমে থেমে কয়েকদফায় গোলাগুলির ঘটনায় কেএনএফের তিন সদস্য নিহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক যৌথ বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কেএনএফ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে। রনিনপাড়া থেকে আট কিলোমিটার দূরে পাহাড়ের খাদে ডেবাছড়া ঝিরি এলাকার অভিযানে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির খবর পেয়েছি। গুলিতে কয়েকজন হতাহতের কথা শুনেছি। এখনো পর্যন্ত কোনো মরদেহ পুলিশ পায়নি।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে কেএনএফের তিন সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল রোয়াংছড়ি-রুমা সীমান্তবর্তী ডেবাছড়া ঝিরি। অভিযানে রুমা সেনা জোনের সদস্যরা অংশ নিয়েছেন। অভিযান থেকে যৌথ বাহিনীর সদস্যরা ফিরলে বিস্তারিত জানানো যাবে।

মন্তব্য করুন