শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে রাসেল ভাইপার আতঙ্কে কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
  ১৬ মে ২০২৪, ১৮:২৯

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এখন ধান কাটার মৌসুম। কিন্তু মেঘনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্কে রয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা বলেছেন, কৃষকদের সহযোগিতায় ধান কাটার মেশিন দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার বোরচরে কৃষক সুমন বেপারী তার জমিতে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার দেখতে পায়। এর আগে ফেব্রুয়ারি মাসে গফুর বাদশার আলুর জমিতে দেখা মিলেছিল দুটি রাসেল ভাইপার। হঠাৎ করেই মতলব উত্তরের নদী পাড়ের বিভিন্ন স্থানে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে।

কৃষক সুমন বেপারী জানান, সকালে জমিতে ধান কাটতে গিয়ে দেখেন ধানের মুঠির নিচে একটি সাপ শুয়ে আছে। সবাই মিলে সাপটিকে লাঠিসোটা দিয়ে মেরে ফেলা হয়। সাপের ভয়ে কোনো শ্রমিক জমিতে ধান কাটতে চাচ্ছে না।

বোরচর এলাকার সানাউল্লাহ মাস্টার জানান, গত কয়েক মাস ধরে বোরচর এলাকার রাসেল ভাইপারের দেখা মিলছে। এতে জমিতে ফসল করতে ভয় পাচ্ছেন শ্রমিকরা।

উপজেলার এখলাসপুর ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী জানান, বোরচর এলাকার সাপের দেখা মিলছে। কৃষদের সাবধানে ধান কাটার জন্য বলা হয়েছে। বেশ কয়েকমাস ধরে এই অঞ্চলে সাপের দেখা মিলছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হাসিবুল ইসলাম জানান, রাসেল ভাইপার সাপ অত্যন্ত বিষধর। এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও এর প্রতিষেধক রয়েছে। সময়মতো চিকিৎসা নেওয়া হলে এ থেকে বাঁচা সম্ভব।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, মতলবের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রব অনেক বেড়েছে। এখলাসপুর ইউনিয়নের বোরচরে এই সাপের উপদ্রব বেশি। এখন কৃষকরা পায়ে বুট জুতা পড়ে ধান কাটবেন। তবে আমাদের জানালে ধানকাটার মেশিন দিয়ে সহায়তা করা হবে

মন্তব্য করুন