শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফরিদগঞ্জে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী স্মরণে দোয়া

ডেস্ক রিপোর্ট
  ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৬

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববাসীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাবিবুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক আলী হায়দার টিপু পাঠান, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, সদস্য মেহেদী হাসান, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, জীবদ্দশায় সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী দৈনিক নিউজ টুডে, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের ফরিদগঞ্জ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিতার পাশাপাশি তিনি ফরিদগঞ্জ বাজারে পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।  এছাড়া তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ ফরিদগঞ্জ উপজেলার সাবেক পরিচালক, উপজেলা বি.আর.ডি.বি. কেন্দ্রীয় সমবায় সমিতি-এর সদস্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

মন্তব্য করুন