কক্সবাজারের উখিয়ায় নূর হাবিব ওরফে ওয়াক্কাস (৪৫) নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত নূর হাবিব ৯ নম্বর ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, সোমবার রাতে ৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রোহিঙ্গা নেতা নূর হাবিবকে ব্লক-সি-৩ এর মৌলভী ইয়াছিন শেডের সামনে গুলি করে। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন