শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

 আড়াইহাজারে কেমিকেল কারখানায় অগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

ডেস্ক রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন অফিসার শাজাহান হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

স্টেশন অফিসার শাজাহান হোসেন জানান, আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় এইচ পি কেমিকেল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আড়াইহাজার, কাঞ্চন, মাধাবদী ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কেমিকেল কারখানা এলাকা থেকে আশপাশের লোকজনকে সরে যেতে অনুরোধ করছেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্টেশন অফিসার শাহজাহান হোসেন জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন