শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

গাজীপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট
  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯

গাজীপুরের কাপাসিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলা রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (১৯) ও একই গ্রামের মের মো. হোসেন মিয়ার ছেলে মো. শাকিল (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হাইলজোড় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে মিয়ারবাজার এলাকায় পথের সাথী পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা নেওয়ার পথে রাত আটটার দিকে মারা যান।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

মন্তব্য করুন