শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

খুলনায় চুরি যাওয়া নবজাতক ২৪ দিন পর উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫০
ছবি সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মা রাহিমা জন্ম দেন সুস্থ ছেলে সন্তান। সেদিনই বিকেলে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বাসায় যেতে হাসাপাতাল গেট থেকে চুরি হয়ে যায় তার সদ্যজাত সন্তানটি। থানায় মামলা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে ২৪ দিন পর নড়াইল জেলার কালিয়া পারকৃষ্ণপুর গ্রামের এক নি:সন্তান দম্পতির কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।

নবজাতকটি কিনেছেন এমন দাবি করা লালন মোল্লা ও রানু খানম নামের ওই দম্পতিকেও থানায় আনা হয়েছে। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে হাসপাতাল থেকে নবজাতককে চুরি করে নিয়ে যাওয়া অজ্ঞাতনামা নারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

গত ২৪ জানুয়ারি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের নিচের প্রধান গেট থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। নবজাতকের মা রানিমা বেগম জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা হাসপাতালে ভর্তি হয়। দুপুরের দিকে তিনি সুস্থ ছেলে শিশুর জন্ম দেন। বিকেল পাঁচটার দিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। তারা ছাড়পত্র নিয়ে খুমেক হাসপাতালের সামনের গেটে আসেন।

এ সময় নবজাতকের বাবা তোরাব আলি ও আত্মীয়-স্বজন অ্যাম্বুলেন্স ভাড়া করা নিয়ে কথা বলছিলেন। অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে অ্যাম্বুলেন্স চালক ও রোগীর আত্মীয় স্বজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। নবজাতকটি ছিলো তার খালার কোলে। 

হাতাহাতি ঠেকাতে সে কোলে থাকা নবজাতককে পাশের এক নারীর কাছে দেয়। পরে পরিস্থিতি শান্ত হলে শিশুটিকে নিতে গিয়ে দেখে ওই নারী সেখানে নেই। মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হয় সেখানে। এ ঘটনায় থানায় মামলা হয়। 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক গণমাধ্যমকে জানান, শিশুটি চুরি হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে। তথ্য প্রযুক্তির সহায়তায় তারা নড়াইল থেকে নবজাতকটিকে উদ্ধার করে। যার বয়সের সঙ্গে চুরি যাওয়া শিশুটির বয়সের মিল রয়েছে। তবুও শিশুটির ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওযা যাবে। নবজাতক যারা কিনেছেন তাঁরা দাবি করেছেন ঢাকা থেকে শিশুটিকে কেনা হয়েছে। তাদের কথার সত্যতাও যাচাই করা হচ্ছে। 

অপরদিকে শিশুর বাবা তুরাব আলী জানান, তিনি তার আত্মীয় সজনদের মাধ্যমে জানতে পারেন বৃহস্পতিবার রাতে নড়াইল জেলার কালিয়া পারকৃষ্ণপুর গ্রামে এক নি:সন্তান দম্পতির ঘরে একটি নবজাতক রয়েছে। তারা গিয়ে নবজাতক চিনতে পারেন।  নবজাতকটি ১ লাখ ৮০ হাজার টাকায় ওই দম্পতি কিনেছেন বলেও জানিয়েছে তুরাব আলীর কাছে। 

মন্তব্য করুন