বিলুপ্তপ্রায় তক্ষকসহ তিন পাচারকারী গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (৫৩), মো. ইদ্রিস আলী (৪৮) ও মো. শাহিন আলম (৪২)।
এ সময় উপ-কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আইচপাড়ার রফিক ফার্নিচারের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় তিনি ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে একটি তক্ষক জব্দ করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন