শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

রংপুর থেকে রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

দেশ টিভি ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২২, ১১:১৬
ছবি সংগৃহীত

রংপুর থেকে রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাতায়াতকারিরা চরম ভোগান্তিতে পড়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে রাজশাহী রুটে রংপুর থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। 

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে অবৈধ তিন চাকার যান চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন ও পুলিশি হয়রানি বন্ধ করাসহ ১০ দফা দাবি পূরণ না হওয়ায় রাজশাহী বিভাগের আট জেলায় এই ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আকষ্মিক এই বাস ধর্মঘটে রংপুর থেকে রাজশাহীগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। তবে রংপুর বিভাগের আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 

রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন জানান, রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত যৌথসভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক এই ঘোষণা দেয়। সে কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রংপুর থেকে রাজশাহী-বগুড়াগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য করুন