শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোচালকসহ নিহত ৪

দেশ টিভি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৩০

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলার গ্রামের মৃত সিদ্দকুর রহমানের ছেলে মাকছুদুর রহমান (৬০), একই এলাকার আবু তাহের হাবিবুর রহমান (২১), তোফাজ্জল হোসেনের ছেলে অটোরিকশারচালক শহিদুল ইসলাম (৪০) এবং উপজেলার ভরণীখন্ড গ্রামের আফজালুর রহমানের স্ত্রী মইফুল বেগম (৪২)।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে যাত্রীসহ রেল ক্রসিং করছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন