গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পুনর্নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতাউল্লাহ মণ্ডল। তিনি আগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (১৯ নভেম্বর) জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ড. আব্দুর রাজ্জাক।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগ শাখার এটিই প্রথম সম্মেলন। এর আগে সবশেষ ২০১৫ সালে গঠিত হয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি।
মন্তব্য করুন