শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে চার জেলায় ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে দূরপাল্লার কোনো বাস সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাসহ মৌলভীবাজার ও হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সিলেটে শনিবার থেকে ধর্মঘট ডাকা হলেও অন্য চার জেলায় শুক্রবার থেকে চলছে। আজ কোনো বাস ছেড়ে যায়নি। অপর দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যেও কোনো বাস ছেড়ে যায়নি।
এমনকি মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকেও কোনো বাস সিলেটের উদ্দেশ্যে যায়নি। সিলেটের সঙ্গে কার্যত সারাদেশের সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় সিলেটের সমাবেশে পৌঁছতে বিকল্প পথ বেছে নিয়েছে দলীয় নেতাকর্মীরা।
এদিকে, দূরপাল্লার কোনো বাস চলাচল না করায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। জানা যায়, সিলেট থেকে অনেক যাত্রী প্রতিদিন যাতায়াত করেন বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে। আবার অনেকে সিলেট এসেছেন ডাক্তার দেখাতে, অফিসের কাজে অথবা ঘুরতে। সিলেট বিভাগের যাত্রী ছাড়াও ঢাকাগামী যাত্রীরাও রয়েছেন। তারাও আটকা পড়েছেন। মাঝেমধ্যে কিছু আন্তউপজেলা বাস ও লেগুনা, সিএনজি অটোরিকশা যাত্রী বহনের চেষ্টা করছেন।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন জেলায় ধর্মঘট হওয়ায় সিলেট থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল করছে না।পরিবহন বন্ধের আগাম ঘোষণা থাকায় যাত্রীর সংখ্যা কম এবং ভোগান্তিও কম হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন