নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনার পর বোমা সদৃশ ৮টি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) রাতে সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। মামলায় এক বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে বিএনপির নেতাদের দাবি, এটা ‘সাজানো নাটক’।
নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ গণমাধ্যমকে বলেন, গত সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এই খবর পাওয়ার পর পুলিশ দ্রুত সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে একটি নির্মাণাধীন চায়ের দোকান থেকে বোমাসদৃশ ৮টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মণ্ডল নামে একজন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। এর আগে পাঁচটি বোমা বিস্ফোরণের কথা পুলিশকে জানায় স্থানীয়রা।
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে ভীতি সঞ্চারের জন্য বোমা বিস্ফোরণ করা হতে পারে। যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন