শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

এ কেমন মাছ?  

ডেস্ক রিপোর্ট
  ১৪ নভেম্বর ২০২২, ১৮:০৮
ছবি সংগৃহীত

বিস্ময়কর এক মাছ ধরা পড়েছে  এক জেলের জালে। ভয়ংকর দেখতে মাছটিকে কেউ চিনতে পারছেন না। স্থানীয়রা এর নাম দিয়েছে রাক্ষুসে মাছ। গরুর মতো বড় আকৃতির দাঁত নিয়ে চোখ পাকিয়ে থাকা মাছটি নিয়ে জেলেদের কৌতূহলের শেষ নেই। 

জানা গেছে, শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে সাগরে মাছ ধরার সময় এক জেলের জালে প্রাণীটি ধরা পড়ে। তিন দিন পেরিয়ে গেলেও তারা মাছটির পরিচয় শনাক্ত করতে পারেনি। 

বিষয়টি নিয়ে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি বলেন, সাতক্ষীরার শ্যামনগর উপকূলের জসিম নামের এক জেলে বঙ্গপোসাগরের দুবলার চর এলাকার আলোরকোল নামে স্থানে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে বিরল প্রজাতির একটি প্রাণী ধরা পড়ে। সন্ধ্যায় মাছটি দুবলার চরের জেলেপল্লীতে নিয়ে এলে উৎসুক জেলেদের কেউ মাছটি চিনতে পারেননি। বরফের ড্রামে রাখা হলেও তিন দিন ধরে মাছটি রোদের আলোয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মৎস্য বিভাগের মাধ্যমে প্রাণীটির প্রজাতি জানার জন্য বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। কূলে ফিরে প্রাণীটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করবেন জেলেরা।

মন্তব্য করুন