শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে, কুয়েটছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২২, ১২:৪৬

জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম রাহুল ইসলাম (২৩)। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে জয়পুরহাট রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রাহুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া মহল্লার মৃত শাহরিয়ার রইচের ছেলে। তিনি কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার জন্য রাতে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ওঠেন রাহুল। ভোর ৪টা ৭ মিনিটে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌঁছায়। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়ছে। তারা ঘটনাস্থলে আসার পর মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন