দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (৬ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে ডলারের সংকট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সরকারের উদ্দেশ্য ভালো ৷ সরকার জনগণের ভালো চায় ৷ মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে ঋণের ক্ষেত্রে, অপচয়ের ক্ষেত্রেও ৷’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে ৷ এর মূল কারণ হচ্ছে দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে। আরও কমবে। এর জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না৷ অহেতুক গলাবাজি না করে কাজ করতে হবে ৷ কাজ আর উৎপাদনের বিকল্প নেই। আমরা কাজে বিশ্বাসী।’
মন্তব্য করুন