মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা, নিহত ৩ জামায়াতকর্মী

নিজস্ব প্রতিবেদক
  ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৫

রাজশাহীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামায়াতে ইসলামীর তিন কর্মী নিহত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের পল্লী চিকিৎসক জুয়েল হোসেন (৪৫), চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভেয়ার ও একই গ্রামের নাসিম হোসেন (৪০) এবং মিজানুর রহমান (৩৫)। এ দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম আরও জানান, দুর্ঘটনা কবলিত দুই বাসে শতাধিক নেতাকর্মী ছিলেন। এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। আহত আরও প্রায় ৫০ জন। দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দু’টি বাসে করে দলের শতাধিক নেতাকর্মী প্রথমে ফরিদপুরে পৌঁছে প্রয়াত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত ও পরে পিরোজপুর পৌঁছে জামায়াতের প্রয়াত আরেক নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী বাইপাসে বাস দুটি দুর্ঘটনায় পতিত হয়েছে। নিহত ও আহতরা সকলেই জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানান তিনি।      

এই বিষয়ে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের গণমাধ্যম বিষয়ক মুখপাত্র, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন জানান, রোববার সন্ধ্যার পর দু’টি বাসে করে শতাধিক জামায়াত নেতাকর্মী চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক সাড়ে ১২টার রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময়  প্রথম বাসটি সড়কের ধারে গভীর খাদে পড়ে উল্টে যায়। একই সময়ে ট্রাকটি পেছনের বাসকেও ধাক্কা মারে। এতে ৫০ জনের মতো যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা দুঃজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতের দিকে আরেকজন মারা যায়। আহতদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।   

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম জানান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পিছনের বাসে ধাক্কা খায়। এতে ওই বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

আরিফুল ইসলাম বলেন, আমরা গিয়ে খাদে পড়ে থাকা বাস থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছি। যাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পৌঁছে দিয়েছি। তবে আমার পৌঁছার আগে স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।  

মন্তব্য করুন