বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নাটোরে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  ৩১ মার্চ ২০২৫, ১৮:২৫
ছবি-সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

ঘটনার পর সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেনের ছেলে মেহেদী হাসান মুনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রামকৃষ্ণপুর ঈদগাহ মঠে নামাজ শেষে বাড়ি ফেরার সময় জয় বাংলা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ কর্মীরা। এসময় বিএনপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সাব্বির (২৪) নামের এক বিএনপি কর্মীকে মারধরের ঘটনা ঘটে। 

পরে বেলা ১১টার দিকে লাঠিসোটা ও অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। গুলিতে আহত হয়েছেন সুজন (৩০) নামের এক বিএনপি কর্মী। গুলিবিদ্ধ সুজনকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন