শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সড়কে প্রাণ গেলো মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক
  ২৮ মার্চ ২০২৫, ১৩:১৩
ছবি-সংগৃহীত

কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। তবে মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ইতি খাতুন (৩০) ও ছেলে আফনাফ ইব্রাহিম (৩)।

জয়দেব বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনকে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের বাসিন্দা সিদ্দিক আলী বলেন, একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আমরা মোড়ে পৌঁছেই দুইজনকে মৃত দেখি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় রিলিজ করা হয়েছে। মরদেহ এখনো আনা হয়নি।

মন্তব্য করুন