শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নদী ভাঙনের কবলে সুন্দরবন, বাড়ছে হুমকি

নিজস্ব প্রতিবেদক
  ১৫ মার্চ ২০২৫, ১১:২৮

নদী ভাঙনের কবলে পড়েছে সুন্দরবনের বনভূমি। এতে যেমন কমছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটির ভূমি, তেমনি বিলীন হচ্ছে বনভিবাগের জেটি ও অন্যান্য স্থাপনাও। এতে করে অফিস ব্যারাক ছাড়তে বাধ্য হচ্ছেন বনরক্ষীরা। প্রতিনিয়ত বাড়ছে হুমকি।

সম্প্রতি বনের ৯টি স্থানের ভাঙন ঠেকাতে গত সেপ্টেম্বরে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চেয়েছিল পূর্ব সুন্দরবন বিভাগ। বগি ফরেস্ট অফিসের সামনে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেললেও তাতে তেমন কোনো কাজ হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। বেশ বড় এলাকা ও গাছপালা বিলীন হয়ে যাচ্ছে নদীতে। বিশেষ করে দুবলা ফরেস্ট অফিসের জেটি, খাবার পানির একাধিক পুকুর, অফিস ভবন, মেহেরআলী চরের সাইক্লোন শেল্টার ও মিষ্টি পানির পুকুর সাগরে বিলীন হয়েছে। 

সাগরে বিলীন হয়েছে কটকার পুরাতন রেস্ট হাউস ভবন ও জেটি। বগি ফরেস্ট অফিসের দোতলা ভবন নদীতে বিলীন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এছাড়াও অনেক স্থানে অফিস ও পুকুর নদীতে বিলীন হওয়ার পথে।

জানা যায়, বনের ৯টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এগুলো হলো—কচিখালী অভয়ারণ্যকেন্দ্র, কটকা অভয়ারণ্য কেন্দ্র, চান্দেশ্বর টহল ফাঁড়ি, জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ি, বগি ফরেস্ট স্টেশন, ঝাপসি টহল ফাঁড়ি, জোংড়া টহল ফাঁড়ি, করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও শুয়ারমারা টহল ফাঁড়ি। এসব ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সুন্দরবনের প্রধান পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সোয়েবুর রহমান সুমন ইউএনবিকে বলেন, সাগরের ভাঙনে কটকার বিস্তীর্ণ বনাঞ্চল সাগরে বিলীন হচ্ছে। ক্রমাগত বনভূমি ভেঙে কমছে বনভূমি। অনেক গাছপালা সাগরে বিলীন হয়েছে। কটকার পুরাতন রেস্টহাউস ভবন সাগরে চলে গেছে। তাছাড়া সুন্দরবনের গহিনে অনেক জায়গা নদী ও খালে বিলীন হয়েছে। কটকার ফরেস্ট অফিস এখন ভাঙনের মুখে বলেও জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বগি ফরেস্ট স্টেশন কর্মকর্তা আ. সবুর বলেন, তাদের অফিস-কাম ব্যারাক নদীতে বিলীন হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ঝুঁকি এড়াতে তারা ভবন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বগি ফরেস্ট অফিসের ভাঙন ঠেকাতে গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে পানি উন্নয়ন বোর্ড নদীতে বালুর বস্তা ডাম্পিং করেছিল। তাতে নদী ভাঙন কমেনি।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনের বিভিন্ন স্থানের বনভূমি ভেঙে যেমন নদীতে যাচ্ছে, তেমনি আবার অনেক জায়গায় নদীতে চর জেগে উঠেছে। নদীভাঙনের ফলে বন বিভাগের ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের পরে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আলবুন্নি বলেন, সুন্দরবন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বগি ফরেস্ট স্টেশন অফিসের সামনে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে সুন্দরবনের অন্যান্য স্থানে ভাঙন প্রতিরোধে কাজ করা সম্ভব হয়নি।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনের কয়েকটি স্থানে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনে ইতোমধ্যে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এরূপ ভাঙন শুরু হয়েছে বলে মনে করেন তিনি। 

জরুরি ভিত্তিতে সুন্দরবনের ৯টি স্থানের ভাঙন ঠেকাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে একটি চিঠি দেওয়া হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড বগিতে ভাঙনকবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলেছিল। কিন্তু তাতে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি।

মন্তব্য করুন