শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

১৮৭ পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক
  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৮
ছবি- সংগৃহীত

পুলিশের ১৮৭ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট তারা কর্মস্থল ছেড়ে যান। পরবর্তী সময়ে অন্তর্র্বতী সরকারের ঘোষণার পর পুলিশ কর্মস্থলে ফিরলেও তারা এখনো আসেনি। 

মঙ্গলবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, অনুপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি সাত জন, পুলিশ সুপার দুই জন, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচ জন, পুলিশ পরিদর্শক পাঁচ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক সাত জন এবং কনস্টেবল ১৩৬ জন।

এছাড়াও ১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে ৯৬ জন (অতিবাস), কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে কর্মস্থলে অনুপস্থিত তিন জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন