শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

প্রতিটি গুলির হিসাব দিতে হবে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  ২২ আগস্ট ২০২৪, ০০:১৮
ছবি- সংগৃহীত

শহীদদের এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। আহতদের উন্নত চিকিৎসা, নিহত-আহতদের পরিবারের আর্থিক ও প্রয়োজনানুযায়ী সহায়তা করতে হবে।
 
গণহত্যা, গুম-খুন, লুটপাট, অর্থপাচার, ভোটচুরির ফ্যাসিবাদের প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ও তার দোসরদের বিচার করতে হবে। আন্দোলনে চালানো প্রতিটি গুলির হিসাব দিতে হবে। গণহত্যার বিচার করতে হবে। 

বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ রংপুরে ছাত্র-জনতা গণঅদ্ভূত্থানের বীর শহীদ আবু সাঈদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আবু সাঈদ একটি আলোর বাতিঘর। তার আত্মত্যাগ মানুষের ভয়কে জয় করার অনুপ্রেরণা যুগিয়েছে। সারাদেশের লাখ লাখ ছাত্র-জনতা আরও প্রতিবাদী হয়ে আন্দোলনকে তরান্বিত ও সফল করেছে, অজেয় স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এমুহূর্তে সরকারের প্রধান কাজ হবে, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার এই বীরসেনাদের সবার তালিকা করা। 

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা থেকে শুরু করে তার দোসর, বিভিন্ন বাহিনীর যারা গণহত্যায় অংশ নিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। শহিদ পরিবারের দায়িত্ব নিতে হবে। কোনো প্রকার কালক্ষেপণ না করে আহতের দেশে বা প্রয়োজনে বিদেশে নিয়ে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যেসব ব্যবসায়ী গ্রুপ ও পরিবার ব্যাংক লুট, দুর্নীতি ও পাচার করেছে তাদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির  সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হিরা, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির দপ্তর সম্পাদক কামরুল ইসলাম অপু প্রমুখ। 

মন্তব্য করুন