শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ঢাকায় মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  ১৪ আগস্ট ২০২৪, ১৬:১২
ছবি- সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 
 
এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বর্তমানে মার্কিন দূতাবাসে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আপনাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট (আসন্ন) থাকে, অনুগ্রহ করে কনস্যুলার শাখা পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।’ 

এর আগে, গত ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।
 
এদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বা ভিসা আবেদন কেন্দ্র। তবে নিজেদের কার্যক্রম শুরুর বিষয়ে নতুন ঘোষণা দিয়েছেন তারা। 

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। 
 
আইভিএসিবিডি’র ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’ 

তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায়, ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন