আমাদের টিন-বয়সীদের উপযুক্ত একটি ছোটগল্পের বই। দূর বিলেতে বাঙালি টিন ছাত্রের সাথে অন্য কোনো প্রবাসের টিন মেয়ের বন্ধুত্ব গড়ে ওঠা, পরস্পরের মধ্যে কখনো ভুল বোঝাবুঝির জন্য আবার বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া, আবার নতুন করে বন্ধুত্ব গড়ে ওঠার বিস্ময়কর সাতটি গল্প দিয়ে এ বইটি সূচিবদ্ধ করা হয়েছে।
সাতটি ভিন্ন স্বাদের গল্পগুলো পড়া শুরু করলে ছেড়ে ওঠা খুব কঠিন হয়ে পড়ে। এক ধরনের নেশার মতো লেপ্টে থাকে পাঠক যতক্ষণ পর্যন্ত বই পাঠ শেষ না হয়। প্রবাসে বিশ্বের আধুনিকতম মহানগরে বসবাস, চলাফেরা, চাকরি করতে করতে জীবন যখন অনেকটা বোরিং হয়ে ওঠে ঠিক তখনই এমন একজন বন্ধু পাশ এসে দাঁড়ায় যে নিমিষেই যাবতীয় কষ্ট, প্রবাসের অনাত্মীয়ের জীবন, অন্য গোলার্ধের পরিবেশ বন্ধুময় হয়ে ওঠে। আর এমন রোমাঞ্চকর, মুগ্ধতায় প্রাণ ভরে যায় এমন একটি টীনের সঙ্গে যখন বন্পাধুত্শেব গড়ে ওঠে।
অত্যন্ত সহজ, প্রাঞ্জল আর মুগ্ধতার ভাষায় লেখা গল্পগুলো যা খুব সহজেই পাঠপ্রিয়তা পেয়ে বসে। বর্তমান সময়ের বহুল পঠিত আজিজুল আম্বিয়ার গল্পগুলো অচিরেই পাঠকদের হাতে হাতে ফেরে। বন্ধু তার মধ্যে অন্যতম।
বইটি পাওয়া যাচ্ছে উচ্ছ্বাস প্রকাশনীতে। বইমেলার স্টল নম্বর ৬৬৯। মূল্য মাত্র ২০০ টাকা।
মন্তব্য করুন