বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

ফরিদ হাসানের দুটি কবিতা

মুহাম্মদ ফরিদ হাসান
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৭

আঁতুড়ঘর

দূরযাত্রার চোখ নিয়ে এ কোন পথে বিজলিবাতি
আলপথে কুয়াশা, যুগ-যুগের শীত-শ্রান্তি পায়ে
অনেকদূর যাবো রোদ—দেখো, হৃদয়ভর্তি জোড়াতালি

প্রস্তর মানুষ খোঁজে অনন্ত নিরাময়
নেমে আসে রাত আরব্য রজনীর
আকাশভর্তি কাগুজে বিমান, আলাদিনের গালিচা
আমি পথচলতি মানুষ—গিঁটে বাঁধা খুচরো পয়সা 

যাবার কথা উজ্জয়নী থেকে সাইপ্রাস
বেহুলা থেকে কালকেতু-ফুল্লরার সংসার
পাথর-বরফ মিথ ভেঙে বিগলিত অবয়ব
এত শেকল, নরকের নন্দন পথজুড়ে
সূর্য ডোবে
আলো কেড়ে নেয় বিষণ্ন আঁতুড়ঘর।

দুঃখধারী

নিয়তির বৃষ্টি ধুয়ে দেয় লাল কপাল
চোখ-বারান্দায় ভিড় করে আনাড়ি শ্রাবণ
বানের জল এসে গেছে নিরন্ন ঘরে
লুকোচুরি জাল—মাছ ও মানুষে।

কুসুমবনে সকরুণ বৃষ্টি হলে
ডুবে যায় চাঁদ—কলঙ্ক
বিপদসীমায় ভাসে খরস্রোতা মন
চিকচিক করে রংধনু, দুঃখধারী...

মন্তব্য করুন