বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

চাঁদপুর হচ্ছে শিল্প সাহিত্যের উর্বর ভূমি : জেলা প্রশাসক

প্রবাহ বাংলা নিউজ
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:৫০

‘সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই শ্লোগানকে ধারণ করে কবিতা আর  কবি-লেখক-সাহিত্যিকদের মিলনমেলায় চাঁদপুরে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৫। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের সপ্তম বর্ষে পর্দাপণ উপলক্ষে ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের জোড় পুকুরপাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে বরেণ্য শব্দশিল্পীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর হচ্ছে শিল্প সাহিত্যের উর্বর ভূমি। অন্যান্য জেলার তুলনায় এই জেলার সাহিত্যের কার্যক্রম অনেক বেশি হয়ে থাকে। সাহিত্য মঞ্চের এই সম্মেলনটি একটি পরিপাটি আয়োজন। শিল্পসাহিত্যের প্রসারে এরকম আয়োজন সারাদেশে ছড়িয়ে পড়া দরকার। তিনি সাহিত্য মঞ্চ কর্তৃক প্রবর্তিত মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকগণকে অভিনন্দিত করেন এবং এ জেলার সাহিত্যের প্রয়াসে সবরকম সহায়তা করার আশ্বাস দেন। এবং দ্রুত সাহিত্য একাডেমির কার্যক্রম সচল করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শওকত জামিল সৈকত, শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও লেখক কাদের পলাশ। সম্মেলনে স্মারক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান।  প্রমুখ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান প্রমুখ।
সম্মলনে দেশবরেণ্য সাতজন লেখক ও সংগঠককে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২৩ ও ২০২৪ প্রদান করা হয়। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানেরর জন্য ২০২৩ সালে পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চারজন গুণি লেখক হলেন প্রবন্ধ ও গবেষণায় সুমনকুমার দাশ, কথাসাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাশিত। ২০২৪ সালে পুরস্কারপ্রাপ্ত তিন লেখক হলেন কবিতায় শাহ বুলবুল, কথাসাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন।
জাতীয় সংগীত পরিবেশন ও সাহিত্য একাডেমি প্রাঙ্গনে বকুল গাছ রোপনের  মধ্যদিয়ে সাহিত্য সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। আয়োজনটি বৈচিত্র্য আনতে গতবারের মত এবারও অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আলাদা আলাদা পর্বে স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য শব্দশিল্পীরা কবিতা, গল্প, শিল্পআড্ডাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও কথা বলেন। সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের সঞ্চালনায় এসময় ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এবং স্থানীয় শতাধিক লেখক উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন