বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সমধারার তৃতীয় আয়োজন ‘নবীজী’ শনিবার

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

মহানবী হযরত মুহাম্মদ (সা.) স্মরণে সাহিত্যের কাগজ সমধারা তৃতীয় বারের মতো সিরাত অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ নভেম্বর শনিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য আয়োজন দুই পর্বে ভাগ করা হয়েছে।

প্রথম পর্বে মহানবীর (সা.) শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নিয়ে আবৃত্তি প্রয়োজনা ‘দ্য লাইট’-৩। এর আগে প্রথম পর্বে নবী আগমনের পটভূমি, দ্বিতীয় পর্বে সত্যের উপলব্ধি, সত্যের প্রচার; নির্মম নির্যাতনেও বিশ্বাসে অটল; হিজরত: সোনালি সকালের সূচনা নবী জীবনের এ বিষয়গুলো উপস্থাপন রা হয়েছে। 

এবারের পর্বে থাকছে- মহানবী সা. মদীনায় শুরু করলেন ঘর গোছানোর কাজ; সীমিত শক্তি ও উপকরণ নিয়ে বদরের প্রান্তরে বড় বিজয়ের উপাখ্যান; ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা; নিশ্চিত বিজয় যেভাবে বিপর্যয়ে পরিণত হলো; ওহুদের প্রান্তরে বিপর্যয় থেকে বিজয়Ñ এই বিষয়গুলো ধরে ‘দ্য লাইট’-৩ তৈরি করা হয়েছে। 

প্রযোজনায় যুক্ত হয়েছে কুরআনের বাণী, নবীর জীবনী অংশ বিশেষ, কাজী নজরুল ইসলাম রচিত নাত এবং নবীজীকে কবিতা। কবিতাগুলো সমধারা পরিবারের সদস্যরা লিখেছেন।

কবিতাগুলো লিখেছেন; হাসান হাফিজ, আরিফ মঈনুদ্দীন, রেজাউদ্দিন স্টালিন, মানজুর মুহাম্মদ, আমিরুল মোমেনীন মানিক, স. ম. শামসুল আলম, জালাল খান ইউসুফী, মামুন মুস্তাফা, দাউদুল ইসলাম, তাহমিনা শিল্পী, মিজান ফারাবী, নজরুল ইসলাম আসলমী, ইশরাত জাহান ইউনিটি, বাদল মেহেদী, ফারজানা ইয়াসমিন, সাজ্জাদুর রহমান, ইফতেখার হালিম, তোফায়েল তফাজ্জল, ফকির ইলিয়াস, আবু তাহের মুহাম্মদ, সোহেল মল্লিক, মাশরুরা লাকি, ড. আবদুল আলীম তালুকদার ও সালেক নাছির উদ্দিন।

প্রযোজনায় অংশগ্রহণ করবেন লাবণ্য সুধা, আসমা দেবযানী, মাসুম আজিজুল বাসার, শাহানাজ বেগম, মো. জাকির মোল্লা, মো. ইমামুল হুদা, মো. নাহিদ জুবায়ের, নাজহাতুল ত্বোয়া, আরিফা বেগম, জেবুন্নেছা মুনিয়া, ঋতুরাজ ফিরোজ, মোসফেকা নিপা, সিফাত সালাম, জেবুননাহার জনি, বাসুদেব নাথ, আবিদুর রহমান ফাহিম, আরিফ শামসুল, ফারিন তামান্না, মৃন্ময় চৌধুরী, কামরুজ্জামান নীল, আবদুল মালেক, আবদুল কুদ্দুস, জেরীন আফিয়া জিদনী, তানজিনা ফেরদৌস, সারাবান জামান সর্বত্র, আবদুল্লাহ আল মামুন, জান্নাত আরা মমতাজ, সালেক নাছির উদ্দিন এবং জান্নাতুল ফেরদৌস মুক্তা। গ্রন্থনা ও নির্দেশনায় থাকবেন সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব উন্মুক্ত আলোচনা। আলোচনার বিষয়Ñ ‘মহনবী (সা.) মানব চরিত্রের সর্বোত্তম আদর্শ’। শেষে থাকছে নবীজীকে (সা.) নিবেদিত সমধারার ১০৩তম সংখ্যার পাঠ উন্মোচন। সংখ্যায় প্রবন্ধ ও কবিতা স্থান পেয়েছে। উল্লেখযোগ্য লেখকরা হচ্ছেনÑ ড. মোহাম্মদ বাহাউদ্দিন, হাসান হাফিজ, রোকেয়া ইসলাম,  মুহম্মদ নুরুল হুদা, ফরিদ আহমদ দুলাল, আজিজুল আম্বিয়া, চৌধুরী মনজুর লিয়াকত রুমি, দীপু মাহমুদ, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, আরিফ মঈনুদ্দীন, এ এফ এম মাহবুবর রহমান, মানজুর মুহাম্মদ, ফিরোজা সামাদ, আমিরুল মোমেনীন মানিক, ইফতেখার নাজিম, আলী ইদরীস, রেজাউল করিম খোকন, তাহমিনা কোরায়েশী, স. ম. শামসুল আলম, মো. আরিফুর রহমান, মফিদা আকবর, নুসরাত সুলতানা, গোলাম নবী পান্না, নীলা হারুন, তোফায়েল তফাজ্জল প্রমুখ।

মন্তব্য করুন