মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

বন্যার্তদের জন্য লেখক-শিল্পীদের সংগ্রহ ১০ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক
  ২৬ আগস্ট ২০২৪, ০১:২৭
ছবি- সংগৃহীত

মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়াবে। তাই বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন দেশের লেখক-শিল্পীরা। তাদের এ আহ্বানে সাড়া দিয়েছেন দেশের অসংখ্য মানুষ। ‘মানুষ কাঁদছে, আমরা মানুষের পাশে’ স্লোগানে ‘একটি লেখক-শিল্পী উদ্যোগ’ ব্যানারে এ দান সংগ্রহ করা হয়। গত ২২ আগস্ট থেকে অনুদান সংগ্রহ শুরু হয় তাদের।

আজ ২৪ আগস্ট বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ১০ লাখ ৯৪৬ টাকা! এ বিষয়ে কথাশিল্পী ও চিকিৎসক আশরাফ জুয়েল ফেসবুক পোস্টে বিস্তারিত জানিয়েছেন। 

তিনি লিখেছেন, ‘অনুদান ১০ লাখ পার করলো। এমন মহাবিপর্যয়ের তুলনায় এ টাকা হয়তো সামান্যই, শিশির-সমান। কিন্তু বিন্দু বিন্দু শিশির যে সাগর হবে, হচ্ছে, সে তো দৃশ্যমান। বহুজন বহুভাবে বহু জায়গা থেকে টাকা তুলছেন, ত্রাণ তুলছেন, নিয়ে যাচ্ছেন। এ দৃশ্য যেমন করুণ, তেমন সুন্দর। এ দৃশ্য যেমন আমাদের কাঁদায়, তেমনই হাসায়, সাহস দেয়।’

সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, সোমবার রাত ১২টার পরে অনুদান সংগ্রহ প্রকল্প বন্ধ করবো। এরপর আর কারো টাকা পাঠানোর প্রয়োজন নেই। রিপিট করছি, সোমবার রাত ১২টার পরে আর কারো টাকা পাঠানোর প্রয়োজন নেই।’

তিনি আরও লিখেছেন, ‘বুধবার (২৮ আগস্ট) দুজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আমরা বন্যাদুর্গত এলাকায় যাবো। এ ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকবে তুলনামূলক দূরের কোনো উপজেলা বা গ্রামে যাওয়ার। বাকিটা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। নামের তালিকা করে যাদের প্রয়োজন; তাদেরই অর্থমূল্য এবং দরকারি ওষুধ দেওয়া হবে।’

মন্তব্য করুন