গত ১০ ই ফেব্রুয়ারি ২০২৫, সোমবার ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান শহরে র রেনেসাঁ টাউনশিপে বিশ্বকবি মঞ্চের বর্ধমান শাখার সভাপতি স্বাতী নাথের উদ্যোগে বিশ্বকবি মঞ্চের কবি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বর্ধমানের বিশিষ্ট কবিরা অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশ থেকে বিশ্বকবি মঞ্চের প্রতিষ্ঠাতা পুলক কান্তি ধর এসেছিলেন, ওনার দ্বারা প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়, ওনাকে উত্তরিয় ও পদক দিয়ে সম্মানিত করেন শ্রী অমল কৃষ্ণ নাথ, এই অন্যষ্ঠানের বয়োজৈষ্ঠ কাকু শ্রী নিরদ কুমার বারুরি সর্ব প্রথম নিজের বক্তব্য রাখেন, এর পরে একে একে কবি প্রদীপ বাবু, কবি তন্দ্রা মন্ডল, কবি তপন কুমার রায়, নিজের নিজের কবিতা পাঠ করেন, সৌগত মিত্র, তরুন হালদার কিছু বক্তব্য রাখেন, বাচিক শিল্পী করবী নন্দন ও তন্ময় ভট্টাচার্য কবিতা আবৃত্তি করেন, কবি ও সভাপতি স্বাতী নাথ নিজের কবিতা আবৃত্তি করেন, পুলক কান্তি ধর নিজের কবিতা পাঠ করেন।
এছাড়া সর্ব শেষে বিখ্যাত সেতার বাদক পন্ডিত সত্যজিৎ পাল মহাশয় সেতার বাজিয়ে সবাইকে মন্ত্র মুগ্ধ করে দেয় ওনার সাথে তবলায় সহায়তা করেন শ্রী জগন্নাথ নন্দন, সকল কবি, বক্তা শ্রোতা এবং পন্ডিত সত্যজিৎ পাল মহাশয় কে উত্তরিয় ও পদক দিয়ে সম্মানিত করা হয় এবং মিষ্টি মুখ করা হয়, অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হয়
মন্তব্য করুন