অমর একুশের বইমেলায় প্রকাশিত হলো কবি ও গীতিকার কবির হোসেন মিজির প্রথম কাব্যগ্রন্থ ‘লাল রঙের নামতা’। বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য প্রকাশনী।
প্রচ্ছদ করেছেন কবি ও চিত্রশিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। জাতীয় গ্রন্থমেলায় চৈতন্য প্রকাশনীর ৬০৭ ও ৬০৮ নং স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও চাঁদপুর আউটার স্টেডিয়ামে বই মেলা, দোয়া গঞ্জল বুক স্টলসহ বিভিন্ন লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে।
কবির হোসেন মিজি বর্তমান সময়ের একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। সাহিত্যের বিচিত্রভূমিতে দুই যুগেরও বেশি সময় ধরে তার পথ চলা। তিনি গল্প, কবিতা ও ভ্রমণ সাহিত্যের পাশাপাশি গীতিকবিতায় জনপ্রিয়তা পেয়েছেন।
তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল, আজাদ সুমন, রিপন রোহানসহ বরেন্য বেশ ক’জন কণ্ঠশিল্পী। ২০০৭ সালে এস ডি রুবেল এর কণ্ঠে গাওয়া তার লেখা ‘লাল বেনারশী’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
কবির হোসেন মিজি পেশায় একজন গণমাধ্যমকর্মী। তিনি প্রায় দেড়যুগ সময় ধরে চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কাজ করছেন। দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকা, লিটলম্যাগ এবং বিভিন্ন সংকলনে কবিতা, গল্প, ভ্রমন সাহিত্য ও ছড়া লিখছেন নিয়মিত।
কবিতার নন্দিত তরিতে দুই যুগের সাহিত্য যাপনের অভিজ্ঞতা থেকে ৪০ টি কবিতা স্থান পেয়েছে ‘লাল রঙের নামতা’ কাব্যগ্রন্থে। এসব কবিতার বেশির ভাগ জাতীয় পত্রিকা ও সাহিত্যপত্রে প্রকাশিত হয়েছে।
প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অনুভূতি জানিয়ে কবির হোসেন মিজি বলেন, সাহিত্য বটবৃক্ষের সবচেয়ে সুন্দর শাখাটি হচ্ছে কবিতা। যেখানে মানুষ জীবনের সুর বা মিল খুঁজে পায়। কবিতায় থাকে প্রেম-বিরহ, দ্রোহ-বিদ্রোহ, হাসি-কান্না, প্রাপ্তি-অপ্রাপ্তি, সামাজ বাস্ততবতার লুকানো আখ্যান। মানুষ তাই কবিতা বা গানের মতো জীবনকে কল্পনা করে। কবিতায় জীবনের মুগ্ধতা খুঁজে বেড়ায়। আমিও কবিতা লিখে যেমন আনন্দ পাই, তেমনি কখনো কষ্ট ছুঁয়ে গেলে কবিতা লিখে বা পাঠ করে মনের অতৃপ্তি দূর করার চেষ্টা করি।
কবিতার মাধ্যমে সমাজ অবক্ষয়ের অনেক অন্যায়, অসঙ্গতি তুলে ধরা যায়। কবিতায় আমি মনের বারান্দায় ভীড় করা অব্যক্ত কথা প্রকাশ করার চেষ্টা করেছি। এবারের বই মেলায় মলাট বন্দি করা ‘লাল রঙের নামতা’ গ্রন্থের একটি কবিতা কিংবা একটি পংক্তি ও যদি কারো হৃদয়কে স্পর্শ করে তবেই আমার পরিশ্রম স্বার্থক হবে। বইটি প্রকাশে যারা পরিশ্রম করে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে বই পড়ার আহ্বান জানান কবির হোসেন মিজি।
চৈতন্য প্রকাশনীর কর্ণধার রাজিব চৌধুরী জানান, বইটি ঢাকা ও চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাবে। এছাড়া বইটি বাতিঘর, রকমারি ও চৈতন্য থেকে পাঠক সংগ্রহ করতে পারবেন। লাল রঙের নামতা গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সময়ের জনপ্রিয় প্রচ্ছদশিল্পী নির্ঝর নৈশব্দ্য। বইটির মুদ্রিতমূল্য ২০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৪৮। চৈতন্য প্রকাশনীর ৬০৭ ও ৬০৮ নং স্টলে বইটি পাওয়া যাবে।
মন্তব্য করুন